১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:৪৪:৫৪ পূর্বাহ্ন


ভারতে পাঁচদিন পর তিন লাখের নিচে করোনা শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
ভারতে পাঁচদিন পর তিন লাখের নিচে করোনা শনাক্ত ফাইল ফটো


টানা পাঁচদিন পর ভারতের দৈনিক সংক্রমণ তিন লাখের নিচে নেমেছে। একই সঙ্গে ২০ শতাংশের নিচে নেমেছে সংক্রমণের হার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আনন্দবাজার অনলাইন এ খবর জানায়।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ জন। সোমবারের তুলনায় যা ১৬ দশমিক ৩৯ শতাংশ কম।

সংক্রমণের হারও টানা পাঁচদিন ১৫ শতাংশের উপর ছিল। সোমবার তা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় এ হার নেমে হয়েছে ১৫ দশমিক ৫২ শতাংশ।

মঙ্গলবার আড়াই লাখেরও বেশি নতুন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে যুক্তরাষ্ট্রের পরই চলে এসেছে ভারত। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সাত কোটির মানুষ কোভিডে আক্রান্ত।

ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ কোটি। ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যাও বেড়েছে। এই সময়ের মধ্যে ২ লাখ ৬৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

দৈনিক সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কর্নাটক। ওই রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪২৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু (৩০,২১৫), মহারাষ্ট্র (২৮,২৮৬) এবং কেরালা (২৬,৫১৪)।

রাজশাহীর সময় / এফ কে