চাঁপাইনবাবগঞ্জের দূর্গম পদ্মার চর হতে ৪০০ গ্রাম হেরোইন-সহ নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোদালকাটি ভাড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারী মোছাঃ শাহানাজ বেগম (৪৮), সে পূর্ব চাঁপাইনবাবগঞ্জ থানার কোদালকাটি গাইনাপাড়ার বর্তমান কোদালকাটি ভাড়পাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোদালকাটি ভাড়পাড়া গ্রামের ভারতীয় সীমান্তবর্তী দূর্গম পদ্মার চরে কতিপয় নারী মাদক কারবারী নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল বর্নীত স্থানে গিয়ে নারী মাদক কারবারীর বসতবাড়ি ঘেরাও করে তাকে আটক করে। এ সময় অপর ১জন ব্যক্তি সীমান্তবর্তী স্থানে পালিয়ে যায়। এরপর ওই বসত বাড়ী তল্লাশি করে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামী ও পলাতক আসামী সম্পর্কে স্বামী ও স্ত্রী। তারা পারিবারিক ভাবেই দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বসতবাড়ী দুর্গম এলাকায় হওয়ায় সহজে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।