রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ মো: হামিম শেখ (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহম্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬টায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: হামিম শেখ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাঝারদিয়াড় বাঙ্গালপাড়ার মো: পিন্টু মাঝির ছেলে ।
শুক্রবার (৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় একজন গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো: নরুন্নবী হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স সন্ধ্যা ৬টায় সেখানে অভিযান চালিয়ে আসামি হামিমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামি মো: হামিম শেখ দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি'র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।