রাজশাহী মহানগরীতে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মোঃ বারী (৫০) নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ বারী (৫০), মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রামের মোঃ ওমর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, মহানগরীর এয়ারপোর্ট থানার মাঝিগ্রাম এলাকার মানসিক প্রতিবন্ধী এক নারী তার বোনের বাড়িতে একা থাকতেন। এই সুযোগে আসামি বারী ওই নারীকে বিভিন্ন সময় প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করত।
গত (১ ডিসেম্বর ২০২৩) রাত সোয়া ১১টায় একা থাকার সুযোগে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বারী। এসময় ওই নারীর চিৎকারে আসামি বারী পালিয়ে যায়। বিষয়টি তার আত্মীয়-স্বজন লোক লজ্জার ভয়ে গোপন রাখে। এছাড়াও আসামি বারী ওই নারীকে প্রায় ধর্ষণ করত।
সোমবার (৩ জুন) ওই নারী অসুস্থ হয়ে পড়লে তার ভাগ্নি তাকে রামেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে জানায়, তিনি ৭ মাসের গর্ভবতী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গর্ভবতী নারীর ভাগ্নির অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগরীর এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু হয়।
বুধবার (৫ জুন) দিবাগত রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ জানতে পরেন, ধর্ষক বারীকে তার বাড়ি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মোঃ তৌফিকুর রহমান তৌফিক ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।