২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:২৩:১৫ পূর্বাহ্ন


মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় ৮কেজি গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২৪
মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় ৮কেজি গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেফতার মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় ৮কেজি গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ৮কেজি গাঁজা-সহ মোসাঃ পারুল বেগম (২৪) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৫জুন) সন্ধ্যা ৭টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোসাঃ পারুল বেগম, সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মান্দারী গ্রামের মোঃ হানিফের স্ত্রী। বর্তমানে সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বসবাস করে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। 

তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারে, মহানগরীর হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় এক নারী মাদক কারবারী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে পারুল বেগমকে ৮কেজি গাঁজা-সহ গ্রেফতার করেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই ইমরান, এসআই মীর আরমান হোসেন ও সঙ্গীয় ফোর্স।  

গ্রেফতার মাদক কারবারী পারুলের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।