২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৩১:০৯ পূর্বাহ্ন


মহানগরী বর্ণালী মোড় এলাকায় ৮জুয়াড়ি গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৪
মহানগরী বর্ণালী মোড় এলাকায় ৮জুয়াড়ি গ্রেপ্তার মহানগরী বর্ণালী মোড় এলাকায় ৮জুয়াড়ি গ্রেপ্তার


রাজশাহী মহানগরীতে নগদ অর্থ  ও তাস-সহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো: মোঃ শরীফ (৪২), মোঃ হানিফ আহম্মেদ (৩৬), মোঃ মখলেছুর রহমান (৩৮), মোঃ হাফিজুর (৩৫), মো: লুৎফর রহমান (৪০), মোঃ আনারুল ইসলাম (৩৫), মোঃ গোলজার রহমান (৫৩) ও মোঃ মাসুদ রানা (৩৮)।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

সোমবার (৩ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বোয়ালিয়া থানার বর্ণালী মোড় এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের এসআই মিঠুন সরকার ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।