২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৩৪:২৭ পূর্বাহ্ন


মোহনপুর খাঁড়ইল গ্রামবাসীদের সেচ্ছায় শ্রম দিয়ে তৈরী করছেন কাঁচা রাস্তা
মোহনপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৪
মোহনপুর খাঁড়ইল গ্রামবাসীদের সেচ্ছায় শ্রম দিয়ে তৈরী করছেন কাঁচা রাস্তা মোহনপুর খাঁড়ইল গ্রামবাসীদের সেচ্ছায় শ্রম দিয়ে তৈরী করছেন কাঁচা রাস্তা


রাজশাহী মোহনপুর উপজেলায় রাজশাহী হতে নঁওগা মহাসড়ক পার্শে খাঁড়ইল গ্রামের গ্রামবাসীরা সোমবার (৩ জুন) সেচ্ছায় কাঁচা রাস্তা তৈরীর কাজ করতে দেখা গেছে।

এখানে ইউনিয়ন পরিষদ হতে কয়েকবার রাস্তা সংস্কার করা হলেও পরে সাধারণ লোকদের যাতায়াতের জন্য অনুপোযী হয়ে যায়।রাস্তার পাশেই খাঁড়ইল উচ্চ বিদ্যালয় এছাড়াও কলেজ,মাদ্রাসা এবং হাট-বাজার,অফিস আদালতে বর্ষার মধ্যে জনসাধারণ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে খুব সমস্যায় পড়তে হয়। যার কারণে গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে সুন্দর ভাবে কাঁচা রাস্তাটি তৈরী করতে দেখা গেছে।

এই বিষয়ে গ্রামবাসী সাইফুল শাহ্ মাস্টার, রায়হানুল ইসলাম রায়হান, মাহাবুর রহমান বলেন, আমাদের এই খাঁড়ইল গ্রামের রাস্তাটি মহাসড়ক হতে হাফ কিলোমিটার পূর্বে আমীরের দোকান পর্যন্ত এইচবিবি করণ (ইট সলিং)করা হলে গ্রামবাসীরা চলাচলের জন্য খুব উপকৃত হতেন।তাই গ্রামবাসীরা সাধারণ লোকজনের ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।