২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:১২:২৪ অপরাহ্ন


বিমানের ইঞ্জিনে পড়ে ভয়ংকর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২৪
বিমানের ইঞ্জিনে পড়ে ভয়ংকর মৃত্যু ফাইল ফটো


ভয়ংকর মৃত্যু আমস্টারডাম বিমানবন্দরে। দাঁড়িয়ে থাকা একটি বিমানের ইঞ্জিনের মধ্যে পড়ে যান এক ব্যক্তি। ব্লেডে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আমস্টারডামের শিফল বিমানবন্দরে বিমান সংস্থার কে এল এম-এর বিমানে মর্মন্তিক দুর্ঘটনা ঘটে। ডেনমার্কের বিলুন্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল উড়নটি। ওই বিমানের ইঞ্জিন পরীক্ষা করে দেখা হচ্ছিল। কে এল এম-এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, “আজ শিফলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে একটি চলমান বিমানের ইঞ্জিনের মধ্যে পড়ে।” যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

নেদারল্যান্ডের বৃহত্তম এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব ডাচ পুলিশের। তাদের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পরে সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য , আমস্টারডামের এই বিমানবন্দরটি দেশের অন্যতম জনবহুল বিমানবন্দর। একটি পরিসংখ্যান জানাচ্ছে, গত মাসে ৫.৫ মিলিয়ান যাত্রী ওঠানামা করেছিল। ব্যস্ত বিমানবন্দরে এমন দুর্ঘটনায় নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠছে।