পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২৬-২৭ মে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সাত পাক সেনা মারা গেছেন। খতম হয়েছে অন্তত ২৩ জঙ্গি।
২৬ মে শুরু হওয়া অভিযানে পেশোয়ার জেলার হাসান খেল এলাকায় ছয় জঙ্গিকে খতম করে পাক নিরাপত্তা বাহিনী। একাধিক গোপন আস্তানা ধ্বংস করে।
জানা গেছে জঙ্গিদের গুলিতে মারা গেছেন পাক সেনার দুই ক্যাপ্টেন হোসেন জাহাঙ্গীর এবং হাবিলদার শফিক উল্লাহ। অন্যদিকে ২৭ মে ট্যাঙ্ক জেলায় আরেকটি অভিযানে পাক সেনার গুলিতে খতম হয় ১০ জঙ্গি। একই দিন খাইবার জেলার বাগ এলাকায় সাত জঙ্গিকে খতম করা হয়। দুই জঙ্গিকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। ২৭ মে জঙ্গিদের গুলিতে মারা যান আরও ৫ পাক সেনা। তাদের মধ্যে আছেন কাহুতা জেলার বাসিন্দা ল্যান্স নায়েক সৈয়দ দানিশ আফকার (৩০), ল্যান্স নায়েক সৈয়দ দানিশ আফকার (৩০), লাইয়াহ জেলার বাসিন্দা সিপাহী তৈমুর মালিক (৩২), বাগ জেলার বাসিন্দা সিপাহী নাদির সাঘির (২২) এবং খুশাব জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ ইয়াসিন (২৩)।
জঙ্গিরা কোন গোষ্ঠীর সদস্য তা জানায়নি পাক সেনা।