১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:৪৫:৪৯ অপরাহ্ন


‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ এ সেরা তিনে রামেক হাসপাতাল
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ এ সেরা তিনে রামেক হাসপাতাল ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ এ সেরা তিনে রামেক হাসপাতাল


‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ এ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল বাংলাদেশের প্রথম তিনটি সেরা মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশসেরা তিনের সম্মাননা স্মারক গ্রহণ করেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘ইতোপূর্বে রামেক হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২০’ বাংলাদেশের প্রথম তিনটি সেরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মধ্যে রামেক হাসপাতাল স্থান পায়নি। এবারই প্রথম। তবে এই গৌরব বা অর্জন তা হাসপাতালের প্রতিটি গৌরবান্বিত সদস্যের। জনগণ যাতে হাসপাতালে কাঙিক্ষত সেবা পায় আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। হাসপাতালে রোগীর বাড়তি চাপ হয়। এজন্য হাসপাতাল সম্প্রসারণ অত্যন্ত জরুরি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশসেরার গৌরব অর্জনের। এজন্য দক্ষ জনবল প্রয়োজন। এছাড়া ছোট-খাটো কিছু সমস্যার সমাধান হলে রামেক হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি পাবে। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়গুলোর সমাধান করবেন।

রাজশাহীর সময় / এম আর