২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫৪:০৭ অপরাহ্ন


রাজশাহীতে ভূসি ভর্তি ট্রাকসহ ২ ডাকাত গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
রাজশাহীতে ভূসি ভর্তি ট্রাকসহ ২ ডাকাত গ্রেফতার রাজশাহীতে ভূসি ভর্তি ট্রাকসহ ২ ডাকাত গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ৯৯৯ এর কল পেয়ে গমের ভূসি ভর্তি ট্রাকসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ । 

গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেরার পাঁচবিবি থানার আটাপুর(উচাই) গ্রামের মোঃ মোফাজ্জল মিস্ত্রির ছেলে মোঃ সুলতান মিয়া (২৯) ও পাবনা জেলার ঈশ্বরদী থানার চর রূপপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ লিটন হোসেন (৩৯)। 

বৃহস্পতিবার বিকেল ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, গত (৩০ মার্চ) ৯৯৯ এর একটি কলের মাধ্যমে এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার জানতে পারেন দুই ডাকাত জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কুসুমশহর গ্রাম হতে গমের ভুসি ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নওগাঁর হয়ে রাজশাহী মহানগরীর দিকে আসছে। 

এমন তথ্যের ভিত্তিতে ডাকাতদের ধরতে সকাল ৬ টায় এয়ারপোর্ট থানার বায়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে পুলিশ।  পরে তথ্য অনুযায়ী দ্রুত গতিতে একটি ট্রাক আসতে দেখে দাঁড়ানোর সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে ট্রাক চালক রাস্তার পাশে ট্রাক থামিয়ে পালানোর চেষ্টাকালে মোঃ সুলতান মিয়া ও মোঃ লিটন হোসেন নামের দুই ডাকাতকে গ্রেফতার করে।

অভিযানটি পরিচালনা করেন উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে এসআই রাধা রমন ভৌমিক ও সঙ্গীয় ফোর্স। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের আরো ৮-৯ সহযোগি রয়েছে বলে জানায়। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

রাজশাহীর সময় / এম জি