২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১৭:৫৯ পূর্বাহ্ন


রাজশাহীতে রেকর্ড সংখ্যাক করোনার সংক্রমণ, শনাতক্তের হার ৭০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
রাজশাহীতে রেকর্ড সংখ্যাক করোনার সংক্রমণ, শনাতক্তের হার ৭০ শতাংশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি-রাজশাহীর সময়


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাই ইউনিটে গত ২৪ ঘণ্টায় মোট ৩১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যাটি গত কয়েক মাসের ভেতর সবচেয়ে উচ্চ সংখ্যার।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে। এদিকে, করোনা ভাইরাস সংক্রমণের হাওে রেকর্ড সৃষ্টি হয়েছে। সংক্রমণের হার বাড়তে বাড়তে ৭০ শতাংশে গিয়ে পৌছেছে। করোনার এমন ভায়ানক সংক্রমণেও মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই বললেই চলে।

রামেক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা ধরা পড়ে। মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৪ জনের মধ্যে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০৫ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে জয়পুরহাটের ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়ে। গত সোমবার রাজশাহীল দু’টি পিসিআর ল্যাবে ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৮২টি নমুনাতেই করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতদিনের তুলনায় আজ সংক্রমণ হার কম। তবে শনাক্ত হয়েছে বেশি। মূলত যতবেশি টেস্ট হবে, ততবেশি শনাক্ত হবেন। অনেকেই আছেন করোনা উপসর্গ থাকার পরও টেস্ট করছেন না। এসব কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

রাজশাহীর সময় /এএইচ