২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৪১:০৭ অপরাহ্ন


কাভার্ড ভ্যানচাপায় ২ যুবক নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
কাভার্ড ভ্যানচাপায় ২ যুবক নিহত ফাইল ফটো


খুলনায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৩১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মহানগরীর শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: খানজাহান আলী থানা এলাকার ইস্টার্ন গেটের বাসিন্দা রহমান শেখের ছেলে মো. আলাউদ্দিন শেখ (৩০) এবং একই থানার আটরা ডাক্তারবাড়ি এলাকার মৃত জরিপ কাতলীর ছেলে মো. আরজু আল চয়ন (২৮)। নিহতরা সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ডিউটি শেষে তিনজন একই সঙ্গে একটি মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে শেখ শহীদ আবু নাসের স্টেডিয়ামের সামনে লনা থেকে দৌলতপুরগামী কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ডভ্যান পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালকসহ তিনজন ওই গাড়িটির নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুরুতর অবস্থায় তাদের উদ্ধার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন থেকে দুজনের মৃত্যু হয়।

খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, দৌলতপুর থানা পুলিশ কাভার্ডভ্যানটিকে জব্দ করা গেলেও এ চালক পালিয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ