২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৯:৩০:০৬ অপরাহ্ন


রাজশাহীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারে যানচলাচল শুরু
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২২
রাজশাহীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারে যানচলাচল শুরু ফাইল ফটো


রাজশাহীর কাটাখালিতে হানিফ পরিবহনের সাথে মাইক্রোবাসের সঙ্গে দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় সেই বাস চালক আব্দুর রহিমের জামিন না হওয়ায় হঠাৎ করেই মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী শিরোইলন বাস টার্মিনালে মহসড়কের উপর এলোমেলো ভাবে ঢাকার কোচসহ বড়-ছোট বাস রেখে এই কর্মসূচি পালন করতে থাকে।

এতে রাজশাহী হতে বিভিন্ন জায়গায় যাওযা যাত্রিরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি অবরোধ শেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন। সড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

বাস শ্রমিকরা জানান, গত বছরের ২৬ মার্চ কাটাখালিতে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন মারা যান। ওই ঘটনায় হানিফ পরিবহনের চালক আব্দুর রহিমকে আসামী করে পুলিশ বাদী হয়ে মামলা করলে চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। সেই চালকের জামিন না হওয়ায় অবরোধ করে।

এর আগেও শ্রমিকরা জামিন না হলে সড়ক অবরোধ ও কর্মবিরতির হুমকি দিয়ে আসছিলো।

রাজশাহীর সময়/এএইচ