২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৩০:৫৩ অপরাহ্ন


ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২২
ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, য়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’য়েক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকায় সোমবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও এ সময় কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃষ্টি হয়েছে।  

আজ সিলেটে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আর ঢাকার তাপমাত্রা সর্বানিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (২৭ মার্চ) রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে, অস্থায়ীভাবে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।

রাজশাহীর সময় / এম জি