২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৪২:৫৯ পূর্বাহ্ন


তাহেরপুর পৌরসভা টিসিবি’র পন্য বিক্রয় উদ্বোধন করলেন মেয়র আবুল কালাম আজাদ
বাগমারা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২২
তাহেরপুর পৌরসভা টিসিবি’র পন্য বিক্রয় উদ্বোধন করলেন মেয়র আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভা টিসিবি’র পন্য বিক্রয় উদ্বোধন করলেন মেয়র আবুল কালাম আজাদ


তাহেরপুর পৌরসভা সরকার নির্ধারিত মূল্যে টিসিবি’র পন্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় তাহেরপুর পৌরসভার তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে পন্য বিক্রয় উদ্বোধন করেন তিনবারের সফল পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এই সময় মেয়র বলেন, টিসিবি পন্য নিধারিত সময়ে পৌরবাসী মানুষের মাঝে বিতারণ করা হচ্ছে, সুন্দর পরিবেশে সঠিক বন্টনে বন্টন কাজ শেষ করা হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।  

টিসিবি’র ডিলার সূত্রে জানা গেছে, তাহেরপুরে দুটি পয়েন্টে টিসিবি’র পন্য বিক্রয় করা হবে।

টিসিবি পন্য তাহেরপুর কলেজ চত্বরে ৭৩০ জন ও জামগ্রাম পয়েন্টে ৭৩১ জন কার্ডধারী পরিবারের মাঝে পন্য বিক্রয় করা হবে।

প্রতিটি কার্ডধারীকে ২ কেজি তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুসর ডাল দেয়া হবে। সরকার নির্ধারিত এসব প্যাকেজের মূল্য ৪৬০ টাকা 

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবুল কালাম আজাদ,  ট্যাগ অফিসার একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ আব্দুল মুমীত, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, প্যানেল মেয়র বাবুল খাঁ, কাউন্সিলারবৃন্দ, দলীয় ব্যাক্তিবর্গ  তাহেরপুর পুলিশ ফাঁড়ির আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য  প্রমুখ।

রাজশাহীর সময়/এএইচ