ইউক্রেনে রাশিয়ার হামলার একমাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তবে এখনও সংঘাত জারি আছে। বৃহত্ রুশ সেনার সামনে নিজেদের বীরত্ব প্রমাণ করছে ইউক্রেনীয় সেনা। আর এর জেরে ভারী লোকসানের মুখে পড়তে হচ্ছে রুশ সামরিক বাহিনীকে। এই আবহে মরিয়া হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত রাশিয়ার উচ্চপদস্থ ৭ মেজর জেনারেল এখনও প্রাণ হারিয়েছেন ইউক্রেনে। এদিকে একজনকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে ক্রেমলিন শুক্রবার দাবি করেছে যে যুদ্ধে মাত্র ১৩০০ জনের মতো সামরিক কর্মী মারা গিয়েছে। তবে পশ্চিমা দেশগুলি দাবি করছে এই সংখ্যার চার বা পাঁচ গুণ বেশি সেনা মারা গিয়েছে রাশিয়ার। এদিকে ইউক্রেনের সেনা দাবি করেছে ইউক্রেনে ১৬,৪০০ রুশ সেনার মৃত্যু ঘটেছে।