ইউক্রেনে এক হাজার ৫০০ স্ট্রেলা বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ১০০ এমজি৩ মেশিনগানের চালান পৌঁছেছে জার্মানির।
শনিবার (২৬ মার্চ) ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির।
এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছিলেন, সরবরাহে বিলম্বের পর ক্ষেপণাস্ত্রের আরও একটি চালান ইউক্রেনের পথে রয়েছে।
বেয়ারবক বলেন, বর্তমান পরিস্থিতে আমরা অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এ নিয়ে আমরা গর্বিত নই। কিন্তু ইউক্রেনকে সহায়তা করতে আমাদের অবশ্যই এটা করতে হবে।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর অস্ত্র না পাঠানোর ‘ঐতিহাসিক নীতি’ থেকে সরে আসে জার্মানি।
এদিকে রাশিয়া থেকে গ্যাস, তেল ও কয়লা আমদানিতে পশ্চিমা বিশ্ব ও ন্যাটোভুক্ত দেশগুলো নিষেধাজ্ঞা দিলেও দেশটির সঙ্গে চলমান সব সম্পর্ক হঠাৎ বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে জানিয়েছে জার্মানি। এদিকে নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলে মূল্য পরিশোধের ভ্লাদিমির পুতিনের নেওয়া নতুন সিদ্ধান্তে উল্টো বিপদে পড়তে পারে জার্মানিসহ ইইউ।
ইউক্রেনে চলমান সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে। এবার দ্বিতীয় ধাপে দনবাসের পূর্বাঞ্চলকে স্বাধীন করার বিষয়ে মনোযোগ দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়া। অন্যদিকে পশ্চিমারা বলছে, চলমান যুদ্ধে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় মস্কোর এমন মন্তব্য। এদিকে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চলমান যুদ্ধে ১৬ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।