“ দাম কমাও- জান বাঁচাও এ স্লোগানকে সামনে রেখে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, পেয়াজ, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে নাটোরের লালপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে লালপুর সদর ত্রিমহনী চত্বরে লালপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও উপজেলা আহবায়ক রাসেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ব্যারিস্টার আশিক।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, ফাইজুল হোসেন, গোপালপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক রাসেদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চাল-ডাল-তেল- গ্যাস-বিদ্যুৎ -পিঁয়াজ -আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির কারনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থা চালু এবং ব্যাবসায়িক সিন্ডিকেট ভেঙ্গে দেওয়োর দাবী জানান তারা ।