১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৪৯:৫৬ অপরাহ্ন


রামেকে করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২২
রামেকে করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি-রাজশাহীর সময়


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে । তাদের মধ্যে দুইজন করোনা উপসর্গ এবং একজন করোনা নেগেটিভ সত্ত্বেও প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে গতকাল বুধবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে তাদের মৃত্যু হয়। 

বুধবার (২৩ মার্চ) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন আরেকজন।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ। তাদের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৭জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন।

গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

বর্তমানে রাজশাহীর ৫জন, নাটোরের ৩জন, পাবনার ২জন, কুষ্টিয়ার একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজশাহীর সময়/এএইচ