১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:০৬:১০ পূর্বাহ্ন


জোড়া শিশুদের আলাদা করতে ঢামেক চলছে অস্ত্রোপচার
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২২
জোড়া শিশুদের আলাদা করতে ঢামেক চলছে অস্ত্রোপচার জোড়া শিশুদের আলাদা করতে ঢামেক চলছে অস্ত্রোপচার


পৃথক করা হচ্ছে নীলফামারীর জলঢাকা উপজেলার জন্মগতভাবে জোড়া লাগানো শিশু লাবিবা-লামিসাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে তাদের অস্ত্রোপচার।

সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তাদের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জোড়া শিশুদের অপারেশন টেবিলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অস্ত্রোপচার চলছে। সবকিছু ঠিক থাকলে আজই তাদের সম্পূর্ণ পৃথক করা হবে।

২০১৯ সালের ১৫ এপ্রিল জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়া এলাকার লাল মিয়া ও মনুফা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় শিশু দুটি। তাদের এই অস্ত্রোপচারের জন্য গঠন করা হয়েছে মেডিকেল টিম।

এই জোড়া শিশুর অস্ত্রোপচারে পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলজি, ইউরোলজি, অর্থোপেডিকস, সার্জারি ও অ্যানেসেলজি বিভাগের চিকিৎসকরা কাজ করছেন।

শিশুদের বাবা রাজমিস্ত্রির সহযোগী লাল মিয়া বলেন, ওদের বয়স এখন ২ বছর ১১ মাস। গত বছরের ১৩ ডিসেম্বর তাদের অস্ত্রোপচার করা হয়। তবে সেদিন আলাদা করা হয়নি। আজ তাদের আলাদা করার কাজ চলছে। ১১ ঘণ্টা সময় লাগতে পারে বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন।

রাজশাহীর সময়/এএইচ