২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:১৭:০৭ অপরাহ্ন


সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিল ও অ্যালকোহলসহ গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২১-০৩-২০২২
সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিল ও অ্যালকোহলসহ গ্রেফতার-১ সিরাজগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিল ও অ্যালকোহলসহ গ্রেফতার-১


সিরাজগঞ্জের বেলকুচিতে র‌্যাব-১২'র অভিযানে ৫৮৯ বোতল(১৭.৬৭০ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ মোঃ ইয়াসিন আরাফাত(২০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, িএর সদস্যরা।

গতকাল রোবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টায় সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন মনির হোমিও ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৫৮৯ বোতল (১৭.৬৭০ লিটার) অ্যালকোহল সহ তাকে গ্রেফতার করা হয় তরল পদার্থসহ ০১ জনকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল এবং নগদ ৬,৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন আরাফাত(২০), সিরাজগঞ্জের  বেলকুচি থানার বেড়া খারুয়া গ্রামের  মোঃ শাহআলমের ছেলে।  

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে মাদক কারবারী ইয়াসিন আরাফাত জানায়, দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অ্যালকোহলযুক্ত তরল পদার্থ ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে সিরাজগঞ্জের বেলকুচি থানায় সোপর্দ করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ