২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৫৫:১৪ অপরাহ্ন


এবার লাস্যময়ী নর্তকীর ভূমিকায় পূজা !
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৪
এবার লাস্যময়ী নর্তকীর ভূমিকায় পূজা ! এবার লাস্যময়ী নর্তকীর ভূমিকায় পূজা !


সাতের দশকের কলকাতা তথা বাংলা তখন নকশাল আন্দোলনে উত্তাল। রাজনৈতিক টানাপড়েন-গুলি-বন্দুক ধরপাকড়ের সেই কলকাতার মধ্যেই তখন সমান্তরালে লুকিয়ে আর এক কলকাতা। সেখানে রাত হলেই বসে জমাটি আসর, মদের ফোয়ারা। আর যেটা না থাকলেই নয়, সেটা হল নাচ। বাঙালির সুললিত নৃত্য নয়, স্বল্পবসনা তরুণীদের লাস্যমাখা উদ্দাম নাচ। সত্তরের বাংলায় সেই ক্যাবারে নাচ রীতিমতো 'সাহসী'। তাতে টাকাও অনেক বেশি! সেই উদ্দাম সময়ের গল্প এবার পর্দায় বুনতে চলেছে আড্ডাটাইমস। সেখানে ক্যাবারে ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে। 

উৎসব মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই সিরিজের নাম 'ক্যাবারে'। আগামী ২৬ জানুয়ারি আড্ডাটাইমসে মুক্তি পাবে সিরিজটি। গতকাল, অর্থাৎ ২ জানুয়ারি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে আড্ডাটাইমস। সেখানে লাস্যময়ী নর্তকীর ভূমিকায় দেখা গেছে পূজাকে। ধূসর এবং কালো রংয়ের স্লিট স্কার্ট, সঙ্গে ম্যাচিং ব্রালেটে অসামান্য লাগছে অভিনেত্রীকে। এই সিরিজে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়কে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবাশিষ মুখোপাধ্যায়। 

সমসাময়িক উগ্রবাদী রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক শ্রেণিবিন্যাস, এবং মানুষের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিরিজের গল্প। 'ক্যাবারে' এমন এক তরুণীর কথা বলে, যে প্রত্যন্ত গ্রামের আবেগপ্রবণ মেয়ে হিসেবে বড় হলেও সময়ের হাত ধরে কলকাতা শহরের রাতপার্টির সেরা ক্যাবারে নর্তকী হয়ে ওঠে। 

সিরিজে পূজার চরিত্রের নাম মিস এলিনা। এই প্রথমবার এমন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। “আমি সবসময় মিস এলিনার মতো চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। ক্যাবারেতে খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে। একজন অভিনেতা হিসেবে আপনি খুব কম সুযোগ পান যেখানে স্ক্রিপ্ট আপনার কাছে সেরাটা দাবি করে। মিস এলিনার চরিত্রে অনেকগুলো শেড রয়েছে যা আপনারা ক্যাবারে মুক্তি পেলে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন," জানিয়েছেন পূজা। 

পরিচালক উৎসব জানিয়েছেন, “মিস এলিনার যাত্রা বিভিন্ন ব্যক্তি এবং পরিস্থিতির সাথে জুড়ে যায়, যা শুধু তার জীবনকে একটা আকার দেয় তাই-ই নয়, বরং তার চারপাশের অন্যদের পথও নির্ধারণ করে দেয়। এটি প্রেম, আবেগ, পরিবার, রাজনীতি, প্রতিশোধ এবং বিভিন্ন মানবিক অবস্থার গল্প।"