২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৬:৩২:০৯ অপরাহ্ন


বাঘায় বিদেশী পিস্তলসহ অস্ত্র কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৩
বাঘায় বিদেশী পিস্তলসহ অস্ত্র কারবারী গ্রেফতার বাঘায় বিদেশী পিস্তলসহ অস্ত্র কারবারী গ্রেফতার


রাজশাহীর বাঘা হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগজিন ও ২টি গুলিসহ অস্ত্র কারবারী মোঃ এমদাদুল হক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বাঘা থানাধীন হরিরামপুর থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার অস্ত্র কারবারী মোঃ এমদাদুল হক রাজশাহী জেলার তানোর থানাধীন মথুরাপুর গ্রামের মৃত হাফেজের ছেলে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার বাঘা থানাধীন সাজিপাড়া বটতলা থেকে যাত্রীবেশে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে হরিরামপুর বাজার এলাকার দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টায় সেখানে অবস্থানকালে ব্রীজের উপর ১টি ব্যাটারী চালিত অটোরিক্সা আসলে সিগন্যাল দিয়ে থামানো মাত্রই অটোরিক্সাতে যাত্রীবেশে থাকা দুইজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থলেই মোঃ এমদাদুল হক’কে আটক করতে সক্ষম হয় এবং অপর একজন ব্যক্তি ভ্যান থেকে লাফ দিয়ে আম বাগানের ভিতরে দিয়ে অজ্ঞাতস্থানে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের টিম আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের সামনের কোমরের সাথে খাকী ও কালো রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় থাকা উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, আটককৃত মোঃ এমদাদুল হক’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন রাজমিস্ত্রী। সে উক্ত পেশার আড়ালে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শ্যূটার গান ও ম্যাগজিন অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।

এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।