রাজশাহী মহানগরীতে বিদেশি পিস্তল গুলি ও দেশি অস্ত্র-সহ মোঃ ইমরান আহমেদ ইমন (২২), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা লেকের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইমরান আহমেদ ইমন (২২), সে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার মোঃ ইমতিয়াজ আহমেদের ছেলে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) এক শিক্ষকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় চন্দ্রিমা থানার মামলার আসামি মোঃ ইমরান আহমেদ ইমন ও তার দুই সহযোগী ছিনতাইকারী ভদ্রা লেকের পাশে অবস্থান করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আসামি ইমরান আহমেদ ইমনকে গ্রেফতার করা হয়। তবে তার সাথের অপর দুই আসামি পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, ইমরান ও তার দুই পলাতক সহযোগী আসামিরা মিলে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে। আসামি ইমরান আরও জানায়, তাদের ছিনতাইকাজে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল ও দেশীয় অস্ত্র তার বাড়িতে আছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে শুক্রবার দিনগত রাত পৌনে ২ টায় তার বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয়। অভিযানটি পরিচালনা করেন, পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক, পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ সাইমন ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানা ও রাজশাহীর গোদাগাড়ী থানায় পৃথক দুইটি মামলা রুজু আছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের পূর্বক শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।