২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:২৯:০১ অপরাহ্ন


রাসিকের পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্টে জরিপ কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
রাসিকের পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্টে জরিপ কার্যক্রম শুরু রাসিকের পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্টে জরিপ কার্যক্রম শুরু


রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত সকল হোল্ডিং/বাড়ীর পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্ট ২০২৪-২০২৫ এর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নিজ বাসভবনে পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্টের জরিপ কাজের উদ্বোধন করেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার অবস্থিত সকল হোল্ডিং/এ্যাসেসমেন্টের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে জরিপ কাজ করছেন। এ ক্ষেত্রে সুষ্ঠু ও সঠিকভাবে এ্যাসেসমেন্ট কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে মহানগরবাসীর প্রত্যেক হোল্ডিং/বাড়ির মালিকের সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে।

জরিপকালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, প্রধান কর নির্ধারক মঞ্জুরুল আলম, উপ-ট্যাক্সেশনকর্মকর্তা আরিফুল আমিন, জরিপকারী নাহিদ হাসান, সার্ভেয়ার হাসিবুল ইসলাম, আদায়কারী আব্দুল হামিদ ও মেরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।