২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৪৬:১২ অপরাহ্ন


বাঘায় ফেনসিডিল-সহ নারী মাদক কারবারী লাভলী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৩
বাঘায় ফেনসিডিল-সহ নারী মাদক কারবারী লাভলী গ্রেফতার বাঘায় ফেনসিডিল-সহ নারী মাদক কারবারী লাভলী গ্রেফতার


রাজশাহী বাঘায় ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোছাঃ লাভলী (৪০), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজশাহীর বাঘা থানাধীন কিশোরপুর সগনীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোছাঃ লাভলী, সে বাঘা থানার কিশোরপুর সগনীপাড়া গ্রামের মোঃ আলী হোসেনের স্ত্রী। 

মঙ্গলবার (২৬ ডিেিসম্বর এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি (সদর), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, বাঘা থানাধীন কিশোরপুর সগনীপাড়া গ্রামের লাভলীর বসত বাড়ীর গেইটের সামনে তিনজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার সাথের অপর দুইজন সহযোগী একই গ্রামের মোঃ আলী হোসেন (৪৮) ও মোঃ জীবন হোসেন (২০) ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। 

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী লাভলীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।