২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:২১:৪৮ অপরাহ্ন


বঙ্গবন্ধু ওয়াল্টন ২য় সাভাতে জাতীয় চ্যাম্পিয়ানশীপে রাজশাহীর সাফল্য
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২২
বঙ্গবন্ধু ওয়াল্টন ২য় সাভাতে জাতীয় চ্যাম্পিয়ানশীপে রাজশাহীর সাফল্য বঙ্গবন্ধু ওয়াল্টন ২য় সাভাতে জাতীয় চ্যাম্পিয়ানশীপে রাজশাহীর সাফল্য


মিরপুর ইনডোর স্টেডিয়ামে ১৬-১৭ দুইদিন ব্যাপী অনুষ্ঠিত বঙ্গবন্ধু ওয়ালটন ২য় সাভাতে জাতীয় চ্যাম্পিয়ানশীপে  রাজশাহী সাভাতে এসোসিয়েশনের শিক্ষার্থীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলতে গিয়ে আমির হামজা +৭৫ কেজি ওজন শ্রেণীতে ‘‘এ্যাসট’’ ১টি স্বর্ণ ও ‘‘কম্বাট’’ বিভাগে ১টি স্বর্ণ, নূর মোহাম্মদ সাদ-৬০ কেজি ওজন শ্রেণীতে ‘এ্যাসট’ ১টি রৌপ্য, তামান্না ইয়াসমিন -৬০ কেজিতে ১টি রৌপ্য, মোসা: চাঁদনি খাতুন -৪৫ কেজিতে ১টি তাম্র, শ্রী বিপ্লব কুমার তেওয়ারী -৪৫ কেজি ‘এ্যাসট’ ১টি তাম্র পদক অর্জন করেন।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষে রেফারির দায়িত্ব পালন করেন মো: সাজ্জাদ হোসেন, মরিয়ম বেগম মেমি, হালিমাতুস সাদিয়া, আস্তাক আহাদ খান রোমেল রেফারি ও মরিয়ম বেগম টিম ম্যানেজার এবং কোচের দায়িত্ব পালন করেন।

রাজশাহী জেলা সাভাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কারাতে সমিতির সভাপতি সেনসাই বকুল হোসেন (ব্লাকবেল্ট ৪র্থ ড্যান) অংশ নেন। তাদের এই সাফল্য অর্জন করার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রাজশাহীর সময় / এম জি