৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ০১:২৪:৩৪ পূর্বাহ্ন


তানোরে মাহিয়া মাহীর আচরণবিধি লঙ্ঘনে জরিমানা
আলিফ হোসেন, তানোর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৩
তানোরে মাহিয়া মাহীর  আচরণবিধি লঙ্ঘনে জরিমানা ফাইল ফটো


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত প্রচার যন্ত্র (মাইক) ব্যবহার করার অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহিয়া মাহীকে (ট্রাক) ভ্রাম্যমান আদালতে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ২৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজারে উপজেলা  সহকারী কমিশনার (ভুমি)  ও জাতীয় সংসদ নির্বাচনে (দায়িত্বপ্রাপ্ত) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এক সঙ্গে ৩টির অধিক (৭টি) (মাইক) ব্যবহার করে প্রচারণা এবং যানবাহনে পোস্টার ব্যানার ব্যবহার করায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।