৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ০৫:৪০:০২ পূর্বাহ্ন


মোহনপুরে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী ফারুক গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
মোহনপুরে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী ফারুক গ্রেফতার রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ ফারুক (৩৫), নামের এক


রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ ফারুক (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় রাজশাহীর মোহনপুর থানাধীন (৪নং মৌগাছি ইউনিয়নের) বাটুপাড়া মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শয়ন কক্ষের খাঁটের নীচে ১টি ট্রাভেল ব্যাগের ভিতর লুকানো অবস্থায় ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ ফারুক (৩৫), সে ওই এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদের গ্রেফতার মাদক কারবারী ফারুক স্বীকার করে জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল ভারতীয় সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে তার বসতবাড়ীতে বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। সে ট্রাভেল ব্যাগের মাধ্যমে রাজশাহী-সহ দেশের বিভিন্ন স্থানে যাত্রী হিসেবে ট্রেন, বাস, ট্রাক-সহ বিভিন্ন পরিবহণের যোগে মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। তার নামে পূর্বেও একটি মামলা রয়েছে। 

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।