রাজশাহী মহানগরীতে ৫টি এনআই এ্যাক্ট (চেক জালিয়াতি) মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মতিনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা ৬টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা কদমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ মতিন (৪৫), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিঠালীতলা স্কুলপাড়া গ্রামের মৃত সোলাইমান মুন্সির ছেলে।
মঙ্গলবার রাত ১১টায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা কদমতলা এলাকায় ছোট কালভার্টের উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিআর-১০৪/২১ (শিবঃ), সিআর-৮৪২/১৯ (নবাব), সেশন-৭২৯/২০, সেশন-১৪৩০/২২, সেশন-৪১৪/২৩, সকল ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ এর ৫টি সাজাপ্রাপ্ত পলাতক আসামী মতিন। বিজ্ঞ আদালত কর্তৃক ২ বছর ৬ মাস কারাদন্ডের আসামী সে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।