১২ অক্টোবর ২০২৪, শনিবার, ০৫:৩০:৩১ পূর্বাহ্ন


ইরাকে রাস্তার পাশে বোমা হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-১২-২০২৩
ইরাকে রাস্তার পাশে বোমা হামলায় নিহত ১০ ছবি: সংগৃহীত


ইরাকের পূর্ব দিয়ালা প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, আমরানিয়াহ শহরের কাছে হামলাটি স্থানীয় এমপির আত্মীয়দের লক্ষ্য করে চালানো হয়েছে। অজ্ঞাত হামলাকারীরা রাস্তার পাশে বোমা দুটি বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি স্নাইপার দিয়ে গুলি করেছে। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি।

হামলার পর ওই এলাকায় কারফিউ জারি করেছে নিরাপত্তা বাহিনী।