২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৭:১৮:২৭ অপরাহ্ন


উত্তরকাশীতে বদ্ধ সুড়ঙ্গে গর্ত খোঁড়ার কাজ শেষ; মুক্তির অপেক্ষায় ৪১ জন
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৩
উত্তরকাশীতে বদ্ধ সুড়ঙ্গে গর্ত খোঁড়ার কাজ শেষ; মুক্তির অপেক্ষায় ৪১ জন উত্তরকাশীতে বদ্ধ সুড়ঙ্গে গর্ত খোঁড়ার কাজ শেষ; মুক্তির অপেক্ষায় ৪১ জন


ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ শেষ হল। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তার পরেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবেন ৪১ জন শ্রমিক। তাঁদের পরিবারকে প্রশাসনের বার্তা, ‘‘প্রস্তুত থাকুন’’।

গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছে উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছে অন্য উপায়ে উদ্ধারকাজ। সুড়ঙ্গের বাইরে প্রশাসনের পাশাপাশি অপেক্ষায় রয়েছে শ্রমিকদের পরিবার। মঙ্গলবার তাদের প্রশাসন প্রস্তুত থাকার কথা জানাল। বলল, ‘‘প্রস্তুত থাকুন। শ্রমিকদের ব্যাগপত্র, জামাকাপড় তৈরি রাখুন।