২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৬:৪৬:২২ অপরাহ্ন


গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৩-২০২২
গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন পালিত গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন পালিত


স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুজিব মুর‌্যালে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে (ইউএনও) আসমা খাতুন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, গোমস্তাপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পৌর পরিষদ, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুজিব মুর‌্যালে পুষ্পস্তবক অপর্ণ করেন। পরে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল, তাজুল ইসলাম সোনার্দী,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রমূখ।

রাজশাহীর সময়/এএইচ