১২ অক্টোবর ২০২৪, শনিবার, ০৫:৪৬:৫৬ পূর্বাহ্ন


২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা বিএনপির
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৩
২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা বিএনপির ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা বিএনপির


আগামী বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।

সোমবার বিকেলে দলটির ডাকা ৪৮ ঘণ্টার চলমান হরতালের মধ্যে  এ ঘোষণা এল।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।

এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।

এরপর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

একদিন বিরতি দিয়ে ১৫ ও ১৬ নভেম্বর আবারও বিএনপি অবরোধ কর্মসূচি দেয়। পরে ১৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডাকে বিএনপি।

আজ ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, 'প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি এক হাজারের বেশি।'

এ অবস্থায় আগামী বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন তিনি।