০৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১১:৫৯:৫০ অপরাহ্ন


পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৩
পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২ পুঠিয়ায় নারী মাদক কারবারী-সহ গ্রেফতার-২


রাজশাহীর পুঠিয়ায় হেরোইন-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার ভোর পৌনে ৭টায় পুঠিয়া থানাধীন দিঘলকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আশরাফুল ইসলাম (২৫), সে নাটোর জেলাধীন নাটোর সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মো: নুরু মন্ডলের ছেলে ও মোছাঃ মর্জিনা বেগম (৪৫), সে পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর মেয়ে। 

সোমবার (২০ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় শিশুতলা গ্রামে জনৈক রাজিবের কলা বাগানের পাশে তিনজন মাদক কারবারী হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মোঃ আঃ রহিম ও সঙ্গীয় ফোর্স। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ২৫ হেরোইস-সহ আশরাফুল ইসলাম এবং ৫গ্রাম হেরোইন-সহ মোছাঃ মর্জিনা বেগমকে গ্রেফতার করা হয়। তবে তাদের অপর এক সহযোগী মাদক কারবারী মোঃ আব্দুল হামিদ পালিয়ে যায়। 

এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।