২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:৪২:৪৬ পূর্বাহ্ন


হলিউড শীর্ষ পাঁচ
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৩
হলিউড শীর্ষ পাঁচ হলিউড শীর্ষ পাঁচ


হলিউড শীর্ষ পাঁচ

১. দ্য মারভেলস

২. ফাইভ নাইটস অ্যাট ফ্রেডি’স

৩. কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন

৪. দ্য হোল্ডওভারস

৫. আফটার ডেথ

দ্য মারভেলস

নিয়া ডাকস্টা পরিচালিত সুপারহিরো অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। ডাকস্টা লিটল উডস (২০১৮) এবং ‘ক্যান্ডিম্যান’ (২০২১) নামে দুটি ফিল্ম ছাড়াও বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ফিল্ম এবং টিভি সিরিজের একাধিক পর্ব পরিচালনা করেছেন। ‘দ্য মারভেলস’ মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৩তম এবং ‘ক্যাপ্টেন মারভেল’-এর (২০১৯) সিকুয়েল। স্বৈরতান্ত্রিক ক্রির থেকে নিজের পরিচয় উদ্ধার আর সুপ্রিম ইন্টেলিজেন্সের ওপর প্রতিশোধ নেবার পর মহবিশ্বে এক ভারসাম্যহীনতা দেখা দিলে তা সুষম করার ভঅর ক্যারল ড্যানভার্স তথা ক্যাপ্টেন মারভেল-এর কাঁধে ভর করে। এই দায়িত্ব পালন করতে গিয়ে এক ওয়ার্মহোলে আটকে পড়ে। তার ক্ষমতার সঙ্গে জড়িয়ে পড়ে জার্সি সিটির সুপার-ফ্যান কামালা খান (ইমান ভেলানি) ওরফে মিজ মারভেল। কামালা আবার ক্যারলের আত্মীয়া এবং সেবারের অ্যাস্ট্রোনট ক্যাপ্টেন মনিকা র‌্যামবো (টেয়োনা প্যারিস) একই দলে অন্তর্ভুক্ত হয়। এই তিন জনের দল ‘দ্য মারভেলস’ নাম নিয়ে মহাবিশ্বের ভারসাম্য রক্ষার এক যুদ্ধে নামে অশুভ শক্তির বিরুদ্ধে।