জারি যুদ্ধ পরিস্থিতি। দিনে দিনে আসছে নতুন তথ্য, বাড়ছে মৃতের সংখ্যা। ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে এক একটি জায়গা। যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। ইউনিসেফ জানিয়েছে, ইজ্রায়েল-গাজা যুদ্ধে সাত লক্ষের বেশি শিশু ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ইউনিসেফের পক্ষ থেকে যুদ্ধবিরতিরও আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া ইউনিসেফের পোস্টে বলা হয়েছে, 'গাজায় সাত লক্ষের বেশি শিশু ঘরছাড়া হয়েছে। তারা সবকিছু ছাড়তে বাধ্য হয়েছে।'
ইউনিসেফ দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছে, এই অঞ্চলে মানবিক সহায়তার চাহিদা বেড়েছে। তাদের নির্বিঘ্ন জীবন এবং সহায়তার জন্য দরকার যুদ্ধরিবরতির। সেই সঙ্গে যেসব শিশুদের পনবন্দি করা হয়েছে, তাদের নিরাপদে মুক্তির দাবি করেছে ইউনিসেফ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও জ্বালানি সংকটের কারণে প্যালেস্তাইনের গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকটে জেনারেটর বন্ধ থাকায় সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত নবজাতকও রয়েছে।