২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৩০:০১ পূর্বাহ্ন


ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৩
ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত ছবি: সংগৃহীত


ভূমধ্যসাগরের পূর্বাংশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মহড়ার অংশ হিসেবে জ্বালানি সংগ্রহের সময় সেটি দুর্ঘটনার শিকার হয় বলে জানায় তারা। খবর ডয়েচে ভেলের

কিন্তু হেলিকপ্টারটি কোথা থেকে আকাশে উড়েছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়নি।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমাদের সেনারা তাদের দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে। আমাদের যে সব সেনারা মারা গেছে তাদের পরিবারের জন্য প্রার্থনা করি। 

ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন হয়ে আছে তা ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তাদের রণতরী বহর মোতায়েনের মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে।

ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগর অঞ্চলে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে কারণ, বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্র আরও বড় যুদ্ধের আশঙ্কা করছে। লেবাননে হিজবুল্লাহ ইতিমধ্যেই আক্রমণ শুরু করেছে। হিজবুল্লাহকে সমর্থন দেয় ইরান। ফলে সব মিলিয়ে আরও বড় লড়াই শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।