যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নির্বাচন আজ শুক্রবার (১০ নভেম্বর) সান্ধ্য ভোট ও আগামীকাল শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী ভোট অনুষ্ঠিত হচ্ছে। বেইনের কার্যকরী পরিষদের ১৫টি পদের জন্য এবারে দু'টি প্যানেলে ৩০ প্রার্থী লড়াই করছেন। এবারের নির্বাচনে স্বজনপ্রীতি ও ভোট কারচুপির লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনতন্ত্র পরিপন্থি 'ডাকযোগে ভোট গ্রহণের' ঘোষনা দিলে ক্ষুব্ধ হয়ে উঠেন একটি প্যানেলের প্রার্থীরা। নির্বাচন কমিশনের কাছে জোর আপত্তি জানায়। কিন্তু নির্বাচন কমিশন তাদের অভিযোগ আমলে না নিয়ে নিজের মনগড়া সিদ্ধান্তে অটল থাকেন। ফলে নিরুপায় হয়ে তাদের আইনজীবির মাধ্যমে আদালতের শরণাপন্ন হন খোকা-সাজু-রাজিব পরিষদ। আইনজীবির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গবার (৭ নভেম্বর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায় লরেন্স সুপরিয়র কোর্টের বিজ্ঞ বিচারক জেনিস ডব্লিউ. হাউ উক্ত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত জানান, আদালতের নিষেধাজ্ঞা মাথায় রেখে আমরা সংবিধান মোতাবেক আমরা আজ শুক্রবার (১০ নভেম্বর) সান্ধ্য ভোট ও আগামীকাল শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী ভোট গ্রহন করবো। তবে রাতের অন্ধাকারে অগ্রিম ভোট গ্রহণ ও ভুয়া ভোটারের সম্পর্কে তিনি কিছুই জানায়নি।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অপর প্যানেল তানভির-তাজ-শান্তা পরিষদে সাথে যোগসাজসের অভিযোগ পাওয়া গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির খবর পাওয়া যায়। ভোট গ্রহণের নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে তানভির-তাজ-শান্তা পরিষদকে সাথে নিয়ে বিভিন্ন শহরে গিয়ে রাতের অন্ধকারে ভোট গ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ ছিল গঠনতন্ত্র পরিপন্থি 'ডাকযোগে ভোট প্রদান' প্রক্রিয়া। শুরু থেকেই খোকা-সাজু-রাজিব পরিষদ ডাকযোগে ভোট প্রদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। নির্বাচন কমিশন খোকা-সাজু-রাজিব পরিষদের কোন অভিযোগকে গুরুত্ব দেননি। ফলে নিরুপায় হয়ে খোকা-সাজু-রাজিব পরিষদ আদালতের শরণাপন্ন হন। আইনজীবির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গবার (৭ নভেম্বর) ম্যাসাচুসেটসের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায় উক্ত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।
বোষ্টনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলে দু'টি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা করছেন বোস্টন প্রবাসী বাংলাদেশিরা। এবারে শক্তিশালী দু'টি পরিষদের প্রার্থীরা হলেন-
খোকা-সাজু-রাজিব পরিষদ
খোকা-সাজু-রাজিব পরিষদে যারা আছেন তারা হলেন-মাহবুব ই-খোদা (খোকা) সভাপতি, সাজ্জাদুর রহমান সাজু সহ-সভাপতি ও রাজিবুর রহমান রাজিব সাধারন সম্পাদক পদে। এছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন-আশিকুর রহমান যুগ্ম সাধারন সম্পাদক, জহিরুল হুসেইন সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, মনিরুজ্জামান খান কোষাধ্যক্ষ, এডি শুভ যুগ্ম কোষাধ্যক্ষ, রেহানা পারভীন ইতি সাংস্কৃতিক সম্পাদক, মৌসুমি রহমান যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, একরামুল পিজন ক্রীড়া সম্পাদক, পঙ্কজ চন্দ্র দাস গণসংযোগ সম্পাদক, আমিন হোসেন শিক্ষা বিষয়ক সম্পাদক, বিএম রায়হানুজ্জামান সমাজ কল্যাণ সম্পাদক, এসএম সাইফুর ইসলাম ও মোঃ মাসুদ রানা নির্বাহী সদস্য।
তানভির-তাজ-শান্তা পরিষদ
তানভির-তাজ-শান্তা পরিষদে রয়েছেন-তানভির মুরাদ সভাপতি, মোঃ তাজ উদ্দিন সহ-সভাপতি এবং শান্তা বাকী সাধারন সম্পাদক পদে। এছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন-মাশিবুল আমিন সৈকত যুগ্ম সাধারন সম্পাদক, প্রিতম বড়ুয়া সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, ইবনুল হাসান ইপু কোষাধ্যক্ষ, সেলিনা চৌধুরী যুগ্ম কোষাধ্যক্ষ, মাহের নোহা আহমেদ সাংস্কৃতিক সম্পাদক, নাসরিন শাহরিয়ার যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, নুর মোহাম্মদ ক্রীড়া সম্পাদক, মাসুদ আকবর গণসংযোগ সম্পাদক, মোঃ মেরাজুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক, ইসতিয়াক আহমেদ সমাজ কল্যাণ সম্পাদক, ইমতিয়াজ উদ্দিন, ওয়াব্দুল কাদের নির্বাহী সদস্য।
উল্লেখ্য, বেইনের ২০১২-১৩ সালে নির্বাচনে শহিদুল ইসলাম প্রিন্স ও আসিফ বাবু’র পরিষদের মধ্যে নির্বাচনী লড়াই হয়েছিল। এরপর ২০১৪-১৫ কার্যকালে তামান্না-আলম-শাহীন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ঐ সময়ে প্যানেলের জন্য কোন যোগ্য প্রার্থী দেখা যায়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের পরিষদ নির্বাচিত হয়েছিলেন।