একের পর এক বন্দুক সহিংসতায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথায় ও ঘটছে বন্দুক হামলা। এবার দেশটির কানসাস অঙ্গরাজ্যের একটি শপিংমলের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা।
শনিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এতে প্রাণহানির খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন অন্তত চারজন। এদের মধ্যে দুজনের মাথায় ও বুকে গুলি লাগায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হামলার পর পালিয়ে যাওয়ার সময় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।