২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:২৯:৩৭ পূর্বাহ্ন


মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৩
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ হামলা ছবি: সংগৃহীত


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তাদের জোট বাহিনী ৪৬বার হামলার মুখোমুখি হয়েছে। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সন্ধায় পেন্টাগন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে। পেন্টাগন বলছে, ১৭ অক্টোবর থেকে মার্কিন ও জোট বাহিনীর ওপর অন্তত ৪৬বার হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরাকে ২৪বার এবং সিরিয়ায় ২২বার। ড্রোন ও রকেট দিয়ে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ৫৬ জন আহত হয়েছে। 

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০। আহত তিন হাজারের বেশি।

এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজার। ইসরায়েলকে সহায়তা করার কারণে মধ্যপ্রাচ্যে এরপর থেকে মার্কিন সেনাদের ওপর হামলা হচ্ছে।