২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:১৯:০৫ পূর্বাহ্ন


কাজের লোকের ছদ্মবেশে ডাকাতি, গ্রেফতার ৯
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২২
কাজের লোকের ছদ্মবেশে ডাকাতি, গ্রেফতার ৯ কাজের লোকের ছদ্মবেশে ডাকাতি, গ্রেফতার ৯


গাজীপুরের পূবাইলে দুই সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে লুণ্ঠিত নগদ অর্থ, স্বর্ণালংকার ও পিতলের মূর্তিসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৪ মার্চ) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন: রবি দাস (৪৫), ফারুক (৩৫), ইমন উদ্দিন (২৯), চন্দন চন্দ্র দাস (৩৬), হা‌বিবুর (৪৮), রিনা আক্তার (৫০), শিল্পী আক্তার (৩০), নার্গিস আক্তার (২৫)  ও জসীম উদ্দিন (৪৫)।

উপ-কমিশনার (অপরাধ, দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, গত ২৬ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর পুবাইলের ছিকোলিয়া এলাকায় বাদল দাশের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর দু'দিন পর তালোটিয়ার মজিবুর রহমান ও চলতি মাসের ৭ তারিখে হারাধন চন্দ্র শীলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে লুণ্ঠন করা হয় স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ।

তিনি বলেন, দুই সপ্তাহের ব্যবধানে শুধু পূবাইলেই তিনটি ডাকাতির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। রহস্য উন্মোচনে মাঠে নামে পুলিশ সদস্যরা। গত কয়েক দিনে গাজীপুরসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাতির কাজে সহযোগী তিন নারীসহ নয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার পিতলের ২ টি মূর্তিসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জানিয়ে ইলতুৎমিশ বলেন, ডাকাত সদস্যরা নতুন কৌশ‌লে জেলখানায় একে অপরের সাথে পরিচিত হ‌য়ে সংগঠিত হ‌য়। পরে  বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে কাজের লোকের ছদ্মবেশে ডাকাতির পরিকল্পনা করতো। সোমবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের সাতদিনের রিমান্ড চেয়ে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ