১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০২:৩৬:০৮ অপরাহ্ন


দুই ব্যবসায়ীর গোডাউনে মিললো বিপুল পরিমাণ সয়াবিন তেল, জরিমানা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২২
দুই ব্যবসায়ীর গোডাউনে মিললো বিপুল পরিমাণ সয়াবিন তেল, জরিমানা দুই ব্যবসায়ীর গোডাউনে মিললো বিপুল পরিমাণ সয়াবিন তেল, জরিমানা


জামালপুরের মেলান্দহে দুই ব্যবসায়ীর গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে পাওয়া গেলো ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল। অবৈধভাবে এই তেল মজুদ রাখার দায়ে ওই দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড সিরাজুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজ ও জননী তেল ভাণ্ডারে বিভিন্ন বোতল ও ড্রামে ৮১ হাজার ৫০০ লিটার সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখে। এ সময় অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মেসার্স তপু এন্টারপ্রাইজ মালিক শ্রী তপু সাহাকে ২০ হাজার এবং জননী তেল ভাণ্ডার মালিক মো. সিরাজুল ইসলামকে ১০ হাজার সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যসহ স্থানীয় পুলিশ ও বিভিন্ন মিডিয়ার কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এমজেড