পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নবীনমানুয়া সিতাপুর এলাকার বাসিন্দা ঊর্মিলা দাসের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দাসপুর থানার কলোড়ায় কাঁসাই নদী থেকে ওই নারীর গলা কাটা লাশ পাথর চাপা দেয়া অবস্থায় পাওয়া যায়|। এর পর শুক্রবার (১১মার্চ) গৃহবধূর স্বামী চিত্তরঞ্জন দাস মৃত দেহের ছবি দেখে নিজের স্ত্রীকে শনাক্ত করেন।
এর আগে( ৮ মার্চ) মঙ্গলবার বিকেল প্রায় ৫ টার দিকে ঊর্মিলা দেবী বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। ওইদিন ঊর্মিলা তাঁর নাতনির বিয়ের বিষয়ে এক ফেরিওয়ালার সঙ্গে ছেলের খোঁজে গিয়েছিলেন বলে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷
প্রাথমিকভাবে পুলিশের ধারনা গহনা ছিনতাই করতে গিয়েই ঊর্মিলা দাসকে নৃশংসভাবে খুন করা হয়৷ এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।
এ ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও দাসপুর থানা যৌথ অভিযান পরিচালনা করে কেশপুর থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে৷
গ্রেফতারকৃতরা হলো: সাগর খান, মেহবুব ইসলাম এবং শেখ শামীম আহমেদ ৷ গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র ও কিছু খোয়া যাওয়া অলংকার উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহীর সময় / এম জি