হিমাচল প্রদেশের কিন্নৌরের সুইসাইড পয়েন্টে খাদে পড়ে জয়িতা দাস (২৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। নিহত নববধূ উত্তর চব্বিশ পরগণার আগরপাড়ার বাসিন্দা।
জানা গেছে , গত ২০ ফেব্রুয়ারী গরপাড়ার নর্থ স্টেশন রোড এলাকার বাসিন্দা জয়িতার সঙ্গে বিয়ে হয়েছিল দমদম পাইকপাড়ার বাসিন্দা রাহুল পোদ্দারের ৷ বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে গত (৪ মার্চ) হিমাচল প্রদেশে বেড়াতে যায় এই নবদম্পতি ৷
শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের কিন্নৌর পুলিশ স্টেশনের পুলিশের ফোন পান জয়িতার বাবা ৷ এক পুলিশ কর্মকর্তা জানান, কিন্নৌরের সুইসাইড পয়েন্ট থেকে খাদে পড়ে জয়িতার মৃত্যু হয়েছে ৷
প্রায় চারশো থেকে পাঁচশো ফুট গভীর খাদে পড়ে যান ওই তরুণী ৷ তবে অক্ষতই রয়েছেন তাঁর স্বামী রাহুল ৷ জয়িতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে হিমাচল প্রদেশের পুলিশ৷
এই খবর পাওয়ার পরই দুই পরিবারের সদস্যরাই তড়িঘড়ি হিমাচল প্রদেশে রওনা হন ৷ শনিবার জানা যায়, সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন জয়িতা ৷ তখনই অসাবধনতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ প্রাথমিক ভাবে অবশ্য জয়িতার স্বামীর দিকে কোনও অভিযোগ তোলেনি গৃহবধূর পরিবার ৷
জয়িতার বাবা যাদব চন্দ্র দাস বলেন, 'অন্যরকম কিছু মনে হচ্ছে না ৷ কিন্তু মেয়ে পড়ে যাওয়ার সময় জামাই তাঁকে বাঁচানোর চেষ্টা করেছে কি না, জানি না৷'
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জয়িতার প্রতিবেশীদের মধ্যেও৷ স্থানীয় কাউন্সিলর অনুপম দত্ত বলেন, এমন প্রাণবন্ত একটি মেয়ের মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না ৷ পাশাপাশি, মৃত্যুর পিছনে প্রকৃত কারণ কী, তাও খুঁজে বের করা প্রয়োজন বলে দাবি করেন তিনি।
রাজশাহীর সময় / এম জি