২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৭:৫৪:০০ অপরাহ্ন


রহনপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২২
রহনপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ রহনপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ


'ক'শ্রেণীর পৌরসভা রহনপুর। এ পৌরসভায় ইতিপূর্বে তেমন উন্নয়ন লক্ষ্য করা যায়নি। কিন্তু বর্তমান মেয়রের যোগদানের পর থেকে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৪৯ জন কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেছেন বর্তমান মেয়র মোঃ মতিউর রহমান খাঁন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে রহনপুর পৌরসভার রাজস্ব আয় থেকে নিয়মিত ৪১ জন ও চুক্তিভিত্তিক(মাস্টাররোল) ৮ জন কর্মকর্তা/কর্মচারীকে মোট ১১ লক্ষ ৩৩ হাজার ৬'শ ৬ টাকা পরিশোধ করেছে।

রহনপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিত আপেল বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বেতন পরিশোধের উদ্যোগ নেয়ায় আমরা আনন্দিত ও বর্তমান পরিষদের প্রতি কৃতজ্ঞ।

বকেয়া বেতন পরিশোধের বিষয়ে রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খাঁন জানান, পৌরসভার কর্মকর্তা_কর্মচারীদের মনবল ধরে রাখতে।কাজের প্রতি উৎসাহ জোগাতে বিগত মেয়রদের আমলে বকেয়া থাকা বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে বাঁকি টাকা পরিশোধ করা হবে।  

রাজশাহীর সময় /এএইচ