২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:২২:৩৭ পূর্বাহ্ন


চারঘাটে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স উদ্ভোধন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২২
চারঘাটে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স উদ্ভোধন চারঘাটে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স উদ্ভোধন


বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনা ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলার স্কাউটস ব্যাবস্থাপনায় চারঘাট পাইলট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাবিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি সৈয়দা সামিরার সভাপতিত্বে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন বক্তব্য রাখেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার ও কোর্স লিটার নাসির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস কমিশনার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সাধারন সম্পাদক ও বনকিশোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহঃ প্রধান সিরাজুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টও শাহ আলম, সরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ সিদ্দিক, উডব্যাজার, খোর্দ্দগোবিন্দপুর সরঃ প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক মখলেছুর রহমান, বাগমারা সরঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষক লুৎফর রহমান ,দূগার্পুর নওপাড়া প্রধান শিক্ষক আব্দুল বারী ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ ৫০ জন শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন ।

ওরিয়েন্টেশন শেষে শিক্ষকদের মাঝে সনদপত্র তুলে দেন জেলা শিক্ষা অফিসার ও কোর্স লিটার নাসির উদ্দিন।

রাজশাহীর সময় /এএইচ