২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:১৯:৪৬ অপরাহ্ন


টাঙ্গাইলে কোটি টাকার হেরোইন ৩জন শীর্ষ মাদক কারবারী গ্রেফতার
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ০৯-০৩-২০২২
টাঙ্গাইলে কোটি টাকার হেরোইন ৩জন শীর্ষ মাদক কারবারী গ্রেফতার টাঙ্গাইলে কোটি টাকার হেরোইন ৩জন শীর্ষ মাদক কারবারী গ্রেফতার


টাঙ্গাইলে ১ কোটি ১০ লক্ষ টাকার হেরোইন তিনজন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।             

বুধবার (৯ মার্চ) বিকাল ৪টায় কালিহাতি থানা এলেঙ্গা পৌরসভাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ডে ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ হতে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো: চাপাই নবাবগঞ্জ জেলার চাপাই নবাবগঞ্জ সদর থানাধীন ফুলকুড়ি সিএমবি ঘাট(আতাউর চেয়ারম্যান এর বাসার ভাড়াটিয়া) গ্রামের মোঃ আঃ সাত্তারের স্ত্রী মোছাঃ ফুলেরা বেগম ওরফে আখি বেগম (৩৫), রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক গ্রামের মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ মামুন আলী (১৯) ও মৃত- মুক্তার হোসেনের ছেলে মোঃ সোলেমান আলী (৫০) 

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান,অর্ডন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ