১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৫৫:৩০ অপরাহ্ন


যে কারণে মিশরের এক ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ খান
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২২
যে কারণে মিশরের এক ভক্তকে উপহার পাঠালেন শাহরুখ খান শাহরুখ খান, ফাইল ফটো


তামান্না হাবিব নিশু: ‘দিলওয়ালে’ খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তবে শুধু সিনেমার টাইটেলের দিলওয়ালে নন তিনি। বাস্তব জীবনেও সত্যিকার অর্থে একজন দিলওয়ালা শাহরুখ। অভিনেতা কখনোই তার ভক্ত ও অনুরাগীদের প্রভাবিত করতে ব্যর্থ হন না।

তাইতো মুম্বাই বসে সুদূর মিশরে থাকা এক ভক্তের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। ভক্তকে ধন্যবাদ জানাতে পাঠিয়েছেন উপহার। সেই ভক্ত একজন মিশরীয় ট্রাভেল এজেন্ট কর্মকর্তা।

জানুয়ারি মাসের শুরুর দিকে অশ্বিনী দেশপাণ্ডে নামে এক ভারতীয় অধ্যাপক টুইট করে জানান, তিনি মিশর ভ্রমণে যেতে চাচ্ছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে টাকা পাঠাতে পারছিলেন না। তাকে মিশর যেতে সাহায্য করেছিলেন সেখানকারই এক ভ্রমণ সংস্থার কর্মী।

অশ্বিনীর সমস্যার কথা শুনে মিশরীয় ব্যক্তি বলেন, ‘শাহরুখ খানের দেশের নাগরিক হওয়ায় অশ্বিনীর উপরে ভরসা রাখছেন তিনি। আমি টিকিট বুকিং করে দিচ্ছি। আপনি পরে টাকা পাঠিয়ে দেবেন।’ এরপর কোনো দ্বিধা ছাড়াই অধ্যাপকের টিকিটের বন্দোবস্ত করে দেন এজেন্ট কর্মী।

এজেন্ট কর্মকর্তা আরও বলেন, শাহরুখের দেশের নাগরিক না হয়ে যদি অন্য কেউ হতো। তাহলে তিনি সাহায্য করতেন না।

মিশর পৌঁছে সেই কর্মকর্তার সঙ্গে দেখা করেন অশ্বিনী। তিনি শাহরুখের বিশাল একজন ভক্ত। এরপর একসঙ্গে ছবি তুলে সেটি টুইট করে শাহরুখের উদ্দেশে অধ্যাপক লেখেন, ‘যদি শাহরুখ খান এই কর্মকর্তার মেয়ের নামে নিজের অটোগ্রাফ দেওয়া একটি ছবি পাঠান, তা হলে উনি খুবই খুশি হবেন।’

টুইটটি দেখার সঙ্গে সঙ্গে শাহরুখের সহকারী যোগাযোগ করেন অশ্বিনীর সঙ্গে। যাবতীয় তথ্য নিয়ে মিশরীয় ভক্তের জন্য তার কাঙ্ক্ষিত উপহার পাঠান অভিনেতা। এছাড়াও মিশরীয় ট্রাভেল এজেন্টের জন্য একটি বার্তা লিখেছেন তিনি। বার্তাটি হলো, ‘আমার দেশের অধ্যাপককে সাহায্য করার জন্য ধন্যবাদ। আপনি খুব করুণাময় এবং উদার। আপনার ভালো কাজের সংখ্যা বৃদ্ধি হোক।’

উপহার হাতে পাওয়ার পর মিশরে থাকা অশ্বিনী টুইটারে ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই গল্পের একটি খুব খুশির সমাপ্তি। এসআরকে স্বাক্ষরিত তিনটি ছবি আজ এসেছে।’

রাজশাহীর সময় / এফ কে